আইপিএলের পাঁচ হাজারি ক্লাবের নতুন সদস্য ‘হিটম্যান’ রোহিত

 

বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাবকে বিশাল ব্যবধানে হারিয়ে স্বস্তির জয় পেলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তবে শুধু জয়ই নয়, তিনি এদিন গড়লেন এক অনন্য নজীর। আইপিএলের ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ঢুকে পড়লেন পাঁচ হাজারি ক্লাবে। এর আগে আইপিএলে পাঁচ হাজারের বেশি রান করেছেন বিরাট কোহলি এবং সুরেশ রায়না। এদিনের ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলেই জাতীয় দলের সতীর্থ মহম্মদ শামির বলে বাউন্ডারি মেরে নিজের পাঁচ হাজার রান স্পর্ষ করলেন রোহিত। এদিনের ম্যাচেও বড় রান পেলেন হিটম্যান। মাত্র ৪৫ বলে ৭০ রান করে আউট হন তিনি। এরসঙ্গেই করে ফেললেন আইপিএল ক্যারিয়ারে ৩৮তম হাফ সেঞ্চুরি। উল্লেখ্য আইপিএলের ইতিহাসে সবার আগে ৫ হাজার রান করেছিলেন সুরেশ রায়না। ১৯৩ ম্যাচ খেলে ৫৩৬৮ রান করেছেন। যদিও এবারের আইপিএল খেলছেন না চেন্নাইয়ের তারকা এই ক্রিকেটার। পরে রায়নার রেকর্ড ভাঙেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আইপিএলে ১৮০ ম্যাচ খেলে ৫৪৩০ রান করেছেন বিরাট। আর পাঁচ হাজার রানে পৌঁছাতে রোহিত শর্মার লাগলো ১৯২ ম্যাচ। এই আইপিএলেই রায়নার রান টপকে যাওয়ার সুযোগ রয়েছে হিটম্যান রোহিত শর্মার কাছে। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post