লক্ষ্য একুশের ভোট, পুজোর আগেই কলকাতায় আসছেন অমিত শাহ

 

২০২১ সালেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই ভোটেই রাজ্যে ক্ষমতা দখলের লক্ষ্যে এগোচ্ছে বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বও ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখছেন। বৃহস্পতিবারই দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে ম্যারাথন বৈঠকে উপস্থিত ছিলেন স্বয়ং অমিত শাহ। ওই বৈঠকেই আলোচনা হল বাংলার বিধানসভা ভোটে বিজেপির রণকৌশল ও রূপরেখা নিয়ে। সূত্রের খবর, বাংলার ভোটের তদারকি করবেন সয়ং অমিত শাহ। পুজোর আগেই তিনি কলকাতায় আসবেন দলীয় নেতা-কর্মীদের চাঙা করতে। বঙ্গবিজয়কে যে অমিত শাহ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন একথা বলাই বাহুল্য। তাই শত ব্যস্ততার মাঝেও তিনি বঙ্গ বিজেপির সাংগঠনিক কার্যকলাপ দেখভাল করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ঠিক হয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বেই একুশের লক্ষ্যে ঝাঁপাবে দল। 

তবে মুকুল রায়কে নিয়ে জল্পনার কোনও অবসান হলনা। সদ্যই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মুকুল রায়। রাজ্য রাজনীতির অন্দরমহলে জল্পনা চলছিল গত লোকসভা নির্বাচনের মতোই তাঁকে নির্বাচন কমিটির শীর্ষে বসাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু প্রত্যাশামতো সেই ঘোষণা হয়নি এদিন। দিল্লি থেকে ফিরে দিলীপ ঘোষ জানান, ‘প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত, সে বিষয়ে কিছু পরামর্শ অমিতজি আমাদের দিয়েছেন। সেই কাজগুলো আমরা শুরু করব। পুজোর আগেই অমিতজি কলকাতায় আসবেন, তখনই বাকি রূপরেখা নিয়ে আলোচনা করবেন’। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post