হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইস্টবেঙ্গলের প্রাক্তণী আশির দশকে ময়দান কাঁপানো ফুটবলার মজিদ বাসকার। সূত্রের খবর, তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। খেলা থেকে অবসর নিয়ে ইরানেই ফিরে যান মজিদ বাসকার। নিজের শহরে কার্যত নিভৃতেই দিন কাটাচ্ছিলেন কলকাতা ময়দানের সবচেয়ে বর্ণময় এই ফুটবলার। একসময় তাঁকে আটকাতে কালঘাম ছুঁটে যেত বিপক্ষের ডিফেন্ডারদের। ইরানে ফিরে আর কলকাতায় কারও সঙ্গে যোগাযোগ রাখেননি মজিদ বাসকার। তবে প্রাণের ক্লাব ইস্টবেঙ্গলের শতবর্ষে আর মুখ ফিরিয়ে থাকতে পারেননি তিনি। গত বছরই লাল-হলুদের শতবর্ষের সূচনায় তিনি কলকাতায় আসেন। দিন কয়েক কাটিয়ে যান। শুক্রবার বিকেলেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন মজিদ বাসকার। ইরানের এক হাসপাতালেই তাঁকে ভর্তি করানো হয়েছে। এই খবর শোনার পর কলকাতা ময়দানে উদ্বেগ ছড়িয়েছে।
Post a Comment
Thank You for your important feedback