হোয়াইট হাউস থেকে সোজা মিলিটারি হাসপাতালে ভর্তি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গেই মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবারই দুজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে মৃদু সংক্রমন থাকলেও ট্রাম্প দম্পতি আর ঘরে থাকার ঝুঁকি নেননি। এদিন মুখে মাস্ক পড়েই হোয়াইট হাউস ছাড়তে দেখা যায়। এর আগে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং নির্বাচনী প্রচারেও তাঁকে মাস্ক পড়তে দেখা যায়নি। এই নিয়ে মার্কিন মূলুকে কম বিতর্ক হয়নি। এবার নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়লেন তিনি। শনিবার সকালেই এক ভিডিও বার্তা দিয়ে ট্রাম্প জানান, ‘আমি মনে করছি ভালই করছি। সব যাতে ঠিক মতো কার্যকর হয়, সেটাও দেখছি’।
— Donald J. Trump (@realDonaldTrump) October 2, 2020
মার্কিন প্রেস সেক্রেটারি কেলি ম্যাকেনানি বলেছেন, ‘সাবধনতা অবলম্বন ও চিকিৎসকদের পরামর্শে বেথেসদার ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারের স্পেশ্যাল স্যুটে রাখা হবে মার্কিন প্রেসিডেন্টকে। আগামী কয়েকদিন সেখানেই থাকবেন তিনি। ওয়াল্টার রিডের প্রেসিডেন্সিয়াল অফিস থেকেই নিজের কাজ কর্ম করবেন তিনি’। অপরদিকে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, ট্রাম্পের বয়স ৭৪ এবং ওজনও যথেষ্ট বেশি। পাশাপাশি বিশেষ শক্তিবর্ধক ওষুধও খেয়ে থাকেন তিনি। কাজেই চিকিৎসকের অধীনে থাকাই সঠিক মনে করেছেন মিস্টার প্রেসিডেন্ট। জানা গিয়েছে রেগানেরাস আন্টিবডি ককটেল সিঙ্গেল ডোজ পরীক্ষামূলকভাবে তাঁকে দেওয়া হয়েছে। এক মাস বাদেই মার্কিন মূলুকে প্রেসিডেন্ট নির্বাচন। করোনা নিয়ে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের প্রচারের মাঝে খোদ ট্রাম্পের অসুস্থতা। ফলে বেশ বিপাকে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে প্রচার পর্বে বেশ কিছুটা পিছিয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট।
Post a Comment
Thank You for your important feedback