বিভিন্ন দাবিদাওয়া নিয়ে করোনার চিকিৎসায় যুক্ত চিকিৎসকরা আন্দোলনে

করোনার চিকিৎসা করাতে গিয়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী। পাশাপাশি এখনও বহু চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী চিকিৎসাধীন রয়েছেন। এবার নিজেদের সুরক্ষার জন্য পথে নামলেন চিকিৎসকরাই। রাজ্যের তিনটি চিকিৎসক সংগঠন কয়েক দফা দাবি নিয়ে বৃহস্পতিবার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ করেন। অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসেস ডক্টরস, ডক্টরস ফর ডেমোক্রেসি এবং শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ-সহ তিনটি সংগঠন এদিনের কর্মসূচিতে অংশ নিয়েছে। চিকিৎসক সংগঠনগুলির দাবি, নন কোভিড হাসপাতালগুলোতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার সমস্ত ব্যবস্থা নিতে হবে। সরকারি, বেসরকারি সমস্ত চিকিৎসক- স্বাস্থ্যকর্মীকে, সরকার ঘোষিত আর্থিক সহায়তা দিতে হবে। 

সংক্রমিত সমস্ত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের চিকিৎসার পূর্ণ দায় সরকারকে নিতে হবে। এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মী নিগ্রহে সমস্ত ক্ষেত্রে মেডিকেয়ার-২০০৯ আইন প্রয়োগ করতে হবে। এছাড়া করোনার জেরে যেকোনও স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা দেওয়ার দাবিও জানানো হয়েছে। কোভিড যুদ্ধের সৈনিক চিকিৎসক এবং সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মীদের জন্যে, রাজ্যের নানা প্রান্তে উন্নত পরিকাঠামো যুক্ত ডেডিকেটেড কোভিড হাসপাতাল তৈরি করার দাবিও ছিল সংগঠনের পক্ষ থেকে। অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসেস ডক্টরস সংগঠনের সম্পাদক মানস গুমটা বলেন, ‘সরকারের কাছে আমাদের অনুরোধ, সরকারি বা বেসরকারি হাসপাতাল কিংবা কোভিড বা নন -কোভিড যাই হোক না কেন, যেখানে যাঁরা মানুষের সেবায় যুক্ত আছেন আক্রান্ত হলে তাঁদের সকলের নিরাপত্তা এবং চিকিৎসার ব্যবস্থা করা হোক’। তাঁদের দাবি-দাওয়া না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন চিকিৎসকরা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post