২০২১ সালের মাঝামাঝি বাংলায় বিধানসভা নির্বাচন। হাতে বেশি সময়ও নেই। তাই এই করোনা আবহেও ভোট প্রস্তুতি শুরু করে দিতে হচ্ছে বাংলার রাজনৈতিক দলগুলিকে। বৃহস্পতিবারই ভোট প্রস্তুতি ও রণকৌশল ঠিক করতে দিল্লিতে বৈঠকে বসছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, এই বৈঠকে থাকতে পারেন অমিত শাহ। তবে সশরীরে না থাকলেও ভার্চুয়াল মাধ্যমে থাকতে পারেন বৈঠকে। দিল্লিতে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতেই হচ্ছে গুরুত্বপূর্ণ এই বৈঠক। ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। জানা যাচ্ছে রাহুল সিনহাও এইবৈঠকে থাকছেন। এছাড়া গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত থাকবেন অরবিন্দ মেনন, শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীয়ের মতো এই রাজ্যের দায়িত্বে থাকা বিজেপির কেন্দ্রীয় নেতারা। ২০১৯-এর লোকসভায় আশাতীত ভালো ফল করেছিল বিজেপি।
রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৮টি তেই জিতেছিল বিজেপি। সেবারও বাংলাকে পাখির চোখ করেছিলেন বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারংবার জনসভা করেছিলেন এই বাংলায়। পাশাপাশি বিগত লোকসভা নির্বাচনে মুকুল রায় ছিলেন রাজ্য নির্বাচন কমিটির আহ্বায়ক পদে। এবার তিনি দলের সর্বভারতীয় সহ-সভাপতি পদে উন্নীত হয়েছেন। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনেও তাঁকে বড় দায়িত্ব দিতে পারে বিজেপি। তাই এদিনের বৈঠকে বঙ্গ নেতৃত্বের অভাব-অভিযোগ মিটিয়ে একুশের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। জানা যাচ্ছে, এদিনের বৈঠকে বিধানসভা এলাকাভিত্তিক কোনও নীতি নির্ধারণ নিয়ে আলোচনা করা হবে না। শুধুমাত্র মূল বিষয় নিয়েই আলোচনা হবে।
Post a Comment
Thank You for your important feedback