কাজ শেষ বেলবটমের, প্রকাশ্যে ছবির পোস্টার

 


আনলকের পঞ্চম পর্ব শুরু হল বৃহস্পতিবার থেকে। নির্দিষ্ট সংখ্যক দর্শক নিয়ে খুলছে সিনেমাহল গুলি। সামনেই উৎসবের মরশুম, হলমুখী হবেন সাধারণ মানুষ। এবারে পুজোতে দর্শকদের উপহার দেওয়ার জন্য তৈরি বেলবটম। আনলকের পঞ্চম পর্বের প্রথম দিনই বলিউড অভিনেতা অক্ষয় কুমার তাঁর নতুন ছবি বেলবটমের একেবারে নতুন পোস্টার শেয়ার করলেন। সেই সঙ্গে অক্ষয় নিজে জানিয়েছেন, বেলবটমের শুট্যিং পর্ব সম্পূর্ন। ‘একা একা ছোট কাজ করা যায়, কিন্তু অনেকে মিলে করলে অনেক বড় কাজও করা সম্ভব।’ বেলবটমের সব কলাকুশলীদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন লিখেছেন অক্ষয় কুমার। ‘করোনা আবহে যখন মনে হয়েছিল কাজ করাই প্রায় অসম্ভব তখন গোটা টিম তা ভুল প্রমাণিত করে অসম্ভবকে সম্ভব করেছে। টিম ভালো কাজ করেছে’, টুইটে জানিয়েছেন অভিনেত্রী হুমা কুরেশি । আনলকের পর প্রথম কোনও বলিউড ছবি পুরো টিম নিয়ে পাড়ি দিয়েছিল ইউ কে তে। স্কটল্যান্ডে হয় ছবির শ্যুটিং। আগস্টে শুরু হয় ছবির শ্যুটিং। এই ছবির জন্য দিনরাত এক করে খেটেছেন অক্ষয়, আটঘন্টার নিজের বাঁধাধরা ছক ভেঙে ডাবল শিফটে কাজ করেছেন তিনি। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post