নতুন কৃষি আইন নিয়ে বিজেপির সঙ্গ ছেড়েছে দীঘদিনের জোটসঙ্গী শিরোমনি অকালি দল। তবে পরিস্থিতি বিচার করে বিজেপি নেতৃত্ব ঠিক করেছেন ‘একলা চলো রে’ নীতিতে চলার। শিরোমনি অকালি দল এনডিএ ছাড়ার পর তাঁদের আর অনুরোধের পথে যাবে না বিজেপি। জানালেন বিজেপি নেতা তরুণ চুগ। বিজেপির আজ লোকসভায় যা শক্তি তাতে জোটের সাহায্য লাগে না। তবে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনে জোট বাঁধতেই হয়েছে মোদি-অমিত শাহদের। তরুণ চুগ, দলের নতুন জাতীয় সম্পাদক হয়েছেন। তিনি পাঞ্জাবে দলকে ঢেলে সাজাচ্ছেন। শনিবার তিনি বলেন, অকালি বিজেপির পুরোনো বন্ধু। কিন্তু ছেড়ে চলে গেলে কি আর করার আছে। আগামী ২০২২-এ পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। পাঞ্জাবের এই বিজেপি নেতার দাবি, ওই নির্বাচনে আপাতত একাই লড়বেন এবং ক্ষমতায় আসতে সক্ষম বিজেপি।
Post a Comment
Thank You for your important feedback