বিহারে আসনরফা চূড়ান্ত দুই পক্ষেরই, শাসকের কাঁটা পাসোয়ান

 

দীর্ঘ টানাপোড়েনের পর বিহারে এনডিএ এবং মহা গঠবন্ধনের বিধানসভা নির্বাচনের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। ২৪৩ আসনের বিধানসভায় নীতীশকুমারের জেডি (ইউ) লড়বে ১২৪টি আসনে। বিজেপি পাচ্ছে ১১৯টি। বাকি আসনগুলি পেতে পারে জিতনরাম মাঝির হিন্দুস্থান আওয়ামি মোর্চা। জোটের আরেক শরিক লোক জনশক্তি পার্টির সঙ্গে কথা বলার ভার দেওয়া হয়েছে বিজেপিকে। দলের প্রধান রামবিলাস পাসোয়ান এখন হাসপাতালে ভর্তি। তাঁক হৃদযন্ত্রের অপারেশন হবে। দর কষাকষি করছেন তাঁর ছেলে চিরাগ। বরাদ্দের থেকে অনেক বেশি আসনের দাবি জানিয়েছে তারা। তারা জানিয়েছে, দাবিমতো আসন না পেলে তারা একাই ১৪৩টি আসনে লড়বে। অন্যদিকে, বিরোধী মহা গঠবন্ধনও আসন রফা চূড়ান্ত করে ফেলেছে। তাদের মুখ্যমন্ত্রীর মুখ হবেন লালুপুত্র তেজস্বী যাদব। লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দল লড়বে ১৪৪টি আসনে। কংগ্রেসকে দেওয়া হয়েছে ৭০টি। বাল্মীকিনগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেও প্রার্থী দেবে কংগ্রেস। সিপিএম ৪ এবং সিপিআই ৬টি আসনে লড়বে। সিপিআই-এমএল (লিবারেশন) লড়বে ১৯টি আসনে। মুকেশ সাহনির বিকাশশীল ইনসান পার্টি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে তাদের ভাগ থেকে আসন দেবে আরজেডি। আগামী ২৮ অক্টোবর থেকে তিন দফায় বিহার বিধানসভার ভোট হবে। ভোট গণনা ১০ নভেম্বর।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post