কাশ্মীরের সাম্বা থেকে গ্রেফতার পাকিস্তানি গুপ্তচর

 

পাকিস্তানি গুপ্তচর সন্দেহে জম্মু-কাশ্মীরের সাম্বা এলাকা থেকে একজনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার কুলজিৎ কুমার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে জম্মু-কাশ্মীর পুলিশের বিশেষ গোয়েন্দাবাহিনী। সাম্বার এসএসপি রাজেশ শর্মা জানিয়েছেন, ‘সীমান্তের ওপর পারে নিয়মিত তথ্য ও ছবি, ভিডিও পাচার করত কুলজিৎ। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও প্রচুর টাকার লেনদেন হয়েছে’। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃতের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং বেশ কয়েকটি সিম উদ্ধার হয়েছে। যেগুলির সাহায্যেই তথ্য পাচার করত কুলজিৎ কুমার। তাঁর বাড়ি পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া আওতাল কাটালন গ্রামে। ২০১৮ সাল থেকেই পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করছে ওই যুবক। সীমান্তের ওপর পারে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে বেশ কয়েকজনকে প্রতিনিয়ত দেশের কিছু সেতুর ছবি ও অন্যান্য নির্মাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করত সে। তাঁকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ‘এনিমি অর্ডিন্যান্স অ্যাক্টে’ মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত লাগোয়া সাম্বা সেক্টরেই রয়েছে সেনাবাহিনীর ছাউনি। ফলে সেনার কোনও গোপন তথ্য সে পাকিস্তানে পাচার করেছিল কিনা সেটা জানার চেষ্টা করছে পুলিশ ও সেনার গোয়েন্দারা। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post