সরছে নিম্নচাপ, পুজোয় বৃষ্টির সম্ভাবনা কম

স্বস্তির খবর দিল আলিপুর হাওয়া অফিস। দুর্যোগ কেটে আবহাওয়ার দ্রুত উন্নতি হচ্ছে বলেই জানালো হাওয়া অফিস। ফলে পুজোর মধ্যে আশঙ্কার কালো মেঘ সরছে। ফলে আবহাওয়ার এহেন পরিবর্তনে হাসি ফুটেছে উদ্যোক্তাদের মুখে। আবার যে গুটিকয় দর্শককে রাস্তায় দেখা যাচ্ছে, হাসি ফুটছে তাঁদেরও। শুক্রবারই আলিুপর আবহাওয়া অফিস জানিয়ে দিল, দুর্যোগ কাটতে চলেছে, নিম্নচাপের প্রভাব আর পড়বে না পশ্চিমবঙ্গে। নিম্নচাপটি আজ দুপুরের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। ফলে শক্তিও হারিয়ে দুর্বল হয়ে পড়বে। উল্লেখ্য, আগে হাওয়া অফিস জানিয়েছিল এই নিম্নচাপের প্রভাবে সপ্তমীর সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে, সেই সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ফলে থিম সহ অন্যান্য পুজো মণ্ডপগুলির প্রবল ক্ষতির সম্ভাবনা ছিল। এবার দুর্যোগ কেটে যাওয়ায় সেই ভয় আর রইল না। হাইকোর্টের নির্দেশ মেনে ১০ মিটার দূর থেকেই যারা মণ্ডপ ও আলোকসজ্জা দেখতে আসছেন খুশির হাওয়া তাঁদেরও মধ্যেও।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post