ভারতকে হারাতে চান শিখ মহিন্দর

 

তিনি শিখ। তাঁর একমাত্র স্বপ্ন ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে। তিনি মহিন্দর পাল সিং। তিনি পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার। শিখধর্মের প্রবর্তক গুরু নানকের জন্মস্থান নানকানা সাহিবেই জন্ম তাঁরও। বয়স বিশের কোঠায়।
চারবছর আগে মুলতানের উদীয়মান ক্রিকেটারদের শিবির থেকেই নাম হয় তাঁর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিভাগীয় ক্রিকেটে তারপর থেকে খেলে আসছেন এই মিডিয়াম পেসার। মহিব্দরের কথায়, ভারতের বিরুদ্ধে যে কোনও বিভাগেই খেলতে চান তিনি। তাঁর পরিবারের যাঁরা ভারতে থাকেন তাঁরা কথা দিয়েছেন, মহিন্দর জাতীয় দলে খেললে তাঁরা পাকিস্তানকেই সমর্থন করবে।
তাঁর মতে, ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই চাপের। গোটা বিশ্ব তা দেখে। তাঁর কেরিয়ারে এটাই বড় লক্ষ্য। উত্তেজনার ম্যাচে হিরো হতে চান মহিন্দর। ভারতের পাঞ্জাবে থাকেন মহিন্দরের কাকিমা। আছে তাঁর অনেক ফ্যান। তাঁরা নিয়মিত খবর রাখেন মহিন্দরের।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post