তিনি সুস্থই আছেন। তাঁর কোনও দুর্বলতা নেই। এটা দেখাতেই রবিবার হাসপাতালের বেড থেকে উঠে মুখে মাস্ক পরে শেভ্রোলে গাড়িতে বসে তিনি সমর্থকদের উদ্দেশে হাত নাড়িয়েছেন। কিছুক্ষণ পরেই তিনি আবার হাসপাতালে ফিরে যান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে রীতিমতো উদ্বিগ্ন তাঁর ডাক্তাররা। তাঁরা জানিয়েছেন, গত ২ দিনে ট্রাম্পের দেহে অক্সিজেনের স্তর ২ বার কমে গিয়েছিল। তাঁকে স্টেরয়েড দেওয়া হচ্ছে। এখন অবশ্য তাঁর শরীর ভালোই রয়েছে। তাঁকে সোমবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাসখানেক বাকি। তার আগে ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে দেশজুড়েই। এই অবস্থায় তাঁর বাইরে বেরোনোর বেপরোয়া ঝুঁকি নিয়ে সমালোচনা করছেন ডাক্তাররা। তাঁর ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার কথা। ট্রাম্প বলেছেন, করোনা নিয়ে অনেক কিছু তিনি শিখেছেন। হাসপাতালই প্রকৃত স্কুল।
Post a Comment
Thank You for your important feedback