১৩ ঘন্টা পরও জ্বলছে মুম্বইয়ের শপিং মল

দমকলের ২৪টি ইঞ্জিন, ১৬টি জাম্বো ট্যাঙ্কার এবং ২৫০ জন দমকল কর্মী মিলে নিয়ন্ত্রনে আনার চেষ্টা চলছে মুম্বাইয়ের শপিং মলের আগুন। বৃহস্পতিবার রাত নটা নাগাদ আগুন লাগে নাগপাড়া এলাকার সিটি সেন্টারে। এরপর পার হয়েছে ১৩ ঘন্টা, তবুও নেভেনি আগুন। শুক্রবার সকাল ১০টা নাগাদও আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাতে দেখা গিয়েছে দমকলকর্মীদের। সূত্রের খবর, আগুন নেভানোর সময় দুজন দমকলকর্মী আহত হয়েছেন, তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নাগপাড়া এলাকার সিটি সেন্টারের পাশেই রয়েছে একটি ৫৫ তলা বহুতল। আগুনের অভিঘাতে ওই বহুতলেও প্রভাব পড়ে। ফলে ওই বহুতল থেকে প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে ফেলা হয় রাতের মধ্যেই।
দমকল সূত্রে জানা গিয়েছে, ওই শপিং মলের একটি দোকানে আগুন লাগে। তার পর তা মলের দ্বিতীয় ও তৃতীয় তলে ছড়িয়ে পড়ে। আগুনের মাত্রা বাড়তেই রাত ২টো ৪০ মিনিট নাগাদ খবর যায় দমকলে। তত ক্ষণে আগুন বিধ্বংসী আকার নিয়েছে। প্রথমে দমকল বিভাগের আধিকারিকরা এটাকে লেভেল-এক অগ্নিকাণ্ড ভেবেছিলেন। পরে রাত বাড়তেই বোঝা যায় আগুন বিধ্বংসী আকার নিয়েছে। পরে এটিকে লেভেল-ফাইভ আগুন হিসেবে ঘোষণা করে মুম্বইয়ের দমকল বিভাগ। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও আগুনে নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষতির পরিমাণ জানা সম্ভব নয় বলেই জানিয়েছেন দমকল কর্মীরা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post