চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

এবছর চিকিৎসায় নোবেল পুরস্কার পাচ্ছেন যৌথভাবে তিনজন। তাঁরা হলেন হার্ভে জে অল্টার, মাইকেল হটন ও চার্লস এম রাইস। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য পুরস্কৃত হচ্ছেন তাঁরা। এই ভাইরাসই লিভারে প্রদাহ ও হেপাটাইটিস সংক্রমণ ঘটায়। তার ফলে সিরোসিস ও লিভার ক্যান্সার হয়। সোমবার সকালে স্টকহোমের নোবেল ফোরাম এই ঘোষণা করেছে। তাদের বক্তব্য, এই আবিষ্কারের ফলে ক্রনিক হেপাটাইটিসের কারণ জানা গিয়েছে। মাইকেল হটন ব্রিটিশ বিজ্ঞানী। হার্ভে অল্টার আমেরিকান। চার্লস এম রাইসও আমেরিকান বিজ্ঞানী। বিভিন্ন সময়ে তাঁদের আবিষ্কার চিকিৎসক মহলে সাড়া ফেলেছে।পুরস্কৃতদের স্বর্ণপদক ও ১১ লক্ষ ৮ হাজার ডলার দেওয়া হবে। পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম পরে ঘোষণা হবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post