পাঁচ টিয়ার মুখে শুধুই কুকথা, তাই ভদ্রতা শেখাতে পাঠানো হল আইসোলেশনে

পাখি যদি কথা বলে তবে সেটা শুনতে অনেক দূর থেকেও ছুটে আসেন অনেকে। কিন্তু সেই কথা বলা পাখি যদি কুকথা বলে? তাহলে কি বি়ড়ম্বনাই না হয় পাখির মনিবের। এমনই বিড়ম্বনার মুখে পড়েছে ইংল্যান্ডের লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কের কর্তারা। কারণ অবশ্যই পাঁচটি টিয়া। পাঁচ বন্ধু টিয়া একসঙ্গে হলেই শুরু হয়ে যায় অশ্লীল অশ্রাব্য ভাষায় কথাবার্তা। লঘু-গুরু জ্ঞান নেই। সকলের সামনে গালিগালাজ। তাই নাজেহাল দশা লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কের কর্মকর্তাদের। অবেশেষে কোয়ারেন্টাইনেই পাঠানো হচ্ছে পাঁচ টিয়াকে। না তাঁদের করোনা হয়নি, কিন্তু কুকথা ভুলিয়ে ভালো কথা শেখাতেই তাঁদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা। ওই চিরিয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচটি টিয়াকে আলাদা আলাদা রেখে কুকথা, গালিগালাজ ভুলিয়ে ভদ্র, সভ্য করা হবে। জানা গিয়েছে এগুলি হল বিশেষ প্রজাতির আফ্রিকান টিয়া। তাঁদের নাম এরিক, জেড, এলসি, টাইসন আর বিল্লি। চিড়িয়াখানার কর্তা স্টিভ নিকোলাস জানিয়েছেন, ‘শিশুদের সামনে ওদের কথাবার্তা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম’। তাই এক একটি টিয়াকে সঠিক ভাষার শিক্ষা দিতে আলাদা আলাদা জায়গায় পাঠানো হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post