এখন কাশ্মীরে বাইরের যে কেউ জমি কিনতে পারবেন, বিজ্ঞপ্তি কেন্দ্রের

এখন থেকে যে কেউ জম্মু কাশ্মীরে জমি কিনতে পারবেন। এখন কেবল কাশ্মীরে বাসিন্দারাই কাশ্মীরে জমি কিনতে পারতেন। বাইরে কারও জমি কেনার অধিকার ছিল না। লাদাখে অবশ্য় এই আদেশ কার্যকর হচ্ছে না। সংবিধানের কাশ্মীরের বিশেষ মর্যাদার ৩৭০ ধারা বিলোপ করার পর একাধিক আইন বদল করে এই ঘোষণা করেছে কেন্দ্র। কাশ্মীরের বিরোধী দলগুলি একত্রে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার পরই মঙ্গলবারের গেজেট বিজ্ঞপ্তিতে জম্মু কাশ্মীর আইনের ১৭ অনুচ্ছেদে "রাজ্যের স্থায়ী বাসিন্দা" কথাটি বাদ দেওয়া হয়েছে। আগে কেবল রাজ্যের বাসিন্দাদেরই স্থাবর সম্পত্তির অধিকার ছিল। তবে কৃষিজমি অ-কৃষি ক্ষেত্রে বদল করা যাবে না। স্কুল, কলেজ, হাসপাতালের জন্য অবশ্য ছাড় রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, রুটি রুজির কোনও ব্যবস্থা না করতে পেরে ভোটের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এর বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াই প্রয়োজন। কাশ্মীরের প্রাকৃতিক সম্পদ লুঠেরাদের হাতে তুলে দেওয়ার জন্যই কাজ করছে কেন্দ্রের শাসকরা। আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার মতে, এই সিদ্ধান্ত মানা যায় না। গোটা কাশ্মীরকেই এখন বিক্রির জন্য খুলে দেওয়া হল।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post