হাথরস নিয়ে আজ রাজপথে মমতা

যোগী আদিত্যনাথের পুলিশ হাথরস ঢোকার মুখে তৃণমূল সাংসদ প্রতিনিধিদলকে আটকে দেয়। অভিযোগ, ওই প্রতিনিধিদলের নেতা ডেরেক ও’ব্রায়েনকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় পুলিশ। এমনকি মহিলা সাংসদদেরও হেনস্থা করার অভিযোগ করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যোগী রাজ্যের হাথরসে দলিতকন্যা ধর্ষণ ও খুনের ঘটনায় এবং তৃণমূল সাংসদদের হেনস্থার ঘটনায় শনিবার প্রতিবাদ মিছিল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল ৪টে নাগাদ ময়দান চত্বরে বিড়লা তারামণ্ডলের সামনে থেকে এই মিছিল শুরু হবে। আর তা শেষ হবে গান্ধীমূর্তির পাদদেশে এসে। এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেবেন সয়ং তৃণমূল সুপ্রিমো। গত বৃহস্পতিবার থেকেই তিনি বারংবার হাথরসের ঘটনা নিয়ে বিজেপিকে ক্রমাগত আক্রমণ করে আসছেন। এবার সরাসরি রাজপথে নেমে বিজেপির বিরুদ্ধে অস্ত্রে শান দিতে চাইছেন তৃণমূল নেত্রী।

অপরদিকে শুক্রবার তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জেলার নেতা-নেত্রীদের নিয়ে এক বৈঠক করেন। এই বৈঠকে তৃণমূলের শাখা সংগঠনের শীর্ষনেতাদেরও ডাকা হয়েছিল। আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে এই বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। ঠিক হয়েছে পুজোর আগে পর্যন্ত রাজ্যের সব ব্লকে প্রতিবাদ কর্মসূচি করবে তৃণমূল জেলা নেতৃত্ব। এই প্রতিবাদ কর্মসূচিতে যেমন হাথরসকাণ্ড থাকছে তেমনই কৃষি আইন নিয়েও আন্দোলনে নামবে শাসকদল। এছাড়া ৩ থেকে ১২ অক্টোবরের মধ্যে প্রত্যেক বিধানসভা এলাকায় কর্মী সম্মেলন করার নির্দেশও দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক শিবিরের অভিমত, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে কোনও ইস্যুই হাতছাড়া করতে চাইছেন না তৃণমূল নেত্রী।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post