শারীরিকভাবে অশক্ত ও আশিবছরের বেশি বয়সী ভোটাদের জন্য নিয়ম বদল করল নির্বাচন কমিশন। এর ফলে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া আরও সহজ হল। নতুন নিয়ম অনুসারে একজন বুথস্তরের অফিসার সেইসব ভোটাদের বাড়িতে যাবেন। ভোটারদের তাঁরা ১২-ডি ফর্ম দেবেন। ভোটাররা চাইলে পোস্টাল ব্যালটে ভোট দিতে বা না দিতেও পারেন। যদি তিনি পোস্টাল ব্যালটে ভোট দিতে চান, তবে সেই অফিসার ১২-ডি ফর্ম পূরণ করে রিটার্নিং অফিসারের কাছে জমা দেবেন। তারপর পূর্বঘোষিত দিন অনুসারে পোলিং টিম তাঁদের বাড়িতে গিয়ে পোস্টাল ব্যালট সংগ্রহ করবে। ইচ্ছুক ভোটারদের ফর্ম পূরণ করতে হবে। ভোটকর্মীরাই তাঁদের বাড়িতে ব্যালট নিয়ে যাবেন। পুরোটাই ভিডিওতে তোলা হবে। গতসপ্তাহে বিহারে সরেজমিনে ঘুরে আসার পর কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। বিহার বিধানসভা ও অন্য রাজ্যগুলির উপনির্বাচনে এই নিয়ম কার্যকর হবে।
Post a Comment
Thank You for your important feedback