কলকাতায় বাংলাদেশি ইলিশের শেষ চালান আজ

 

পশ্চিমবঙ্গে শনিবার আসছে আরও ২০০ টন ইলিশ। দুর্গাপূজার আগে কলকাতার ইলিশভক্তদের জন্য বাংলাদেশ সরকার মোট ১ হাজার ৮৫০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল। বাংলাদেশের ৯টি রফতানিকারী প্রতিষ্ঠান রফতানির অনুমতি পায়। গত ১৪ সেপ্টেম্বর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ইলিশের প্রথম চালান আসে। প্রথম চালানে ছিল ২০ টন ইলিশ। বাংলাদেশ সরকারের নির্দেশ ছিল ১০ অক্টোবরের মধ্যেই ইলিশ রফতানি শেষ করতে হবে। উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর থেকে প্রায় প্রতিদিনই ইলিশ আসছে কলকাতায়। শনিবার এ বছরের শেষ চালানে ২০০ টন ইলিশ আসছে। ২০১২ সালে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রফতানি বন্ধ করে দেয়। গতবছর পুজোর সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানির ব্যবস্থা করেছিলেন। আর এবার এসেছে ১ হাজার ৮৫০ টন ইলিশ। শনিবার শেষ চালানে ইলিশ আসছে ১৫টি ট্রাকে করে। এই ইলিশ আসছে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও ঢাকা থেকে। বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে এ ইলিশ আসবে। (ছবিঃ প্রথম আলো)

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post