ফিরে আসছে করোনা। তাই প্যারিসের আশপাশে নিষেধাজ্ঞা কঠোর করছে ফরাসি প্রশাসন। নিষেধবিধি মেনে কাফে ও রেস্তরাঁ খোলা থাকলেও বন্ধ থাকবে বার। সংক্রমণ না কমলে চূড়ান্ত বিধিনিষেধ ফের জারি হতে পারে। কোনওরকম জমায়েত, পারিবারিক অনুষ্ঠান করা যাবে না। এখন ফ্রান্সে প্রতি লাখে সংক্রমিত হচ্ছেন গড়ে ২৫০ জন। ইতিমধ্যেই মার্সেইয়ের মতো দক্ষিণের শহরগুলিতে সংক্রমণ ব্যাপক। শনিবার ফ্রান্সে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬,৯৭২ জন। মারা গিয়েছেন ৪৯ জন। তা পরীক্ষা শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ। মোট সংক্রমণ ৬,২৯,৫০৯। মোট মৃত ৩২,১৯৮ জন। একটি জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, প্যারিস ও শহরতলির ৬১ ভাগ নাগরিকই মনে করেন বারগুলি সম্পূর্ণ বন্ধ করা উচিত। এখন সেগুলি রাত দশটা পর্যন্ত খোলা রয়েছে। প্যারিসের মেয়র অ্যানে হিজালগোর মতে, পরিস্থিতি খবুই মারাত্মক। রোস্তরাঁ মালিকরা বিকল্প প্রস্তাব দিয়ে আশা করছেন এবারের মতো রেহাই দেওয়া হবে রেস্তোরাঁগুলিকে। প্যারিসের মতো একই অবস্থা লিলে, লিওন, তুলুসের মতো বড় শহরগুলির। কাফে, বার, হোটেল, রেস্তরাঁ, ডিস্কাথেক মালিকরা জানাচ্ছেন, দেশের ২ লাখ ২০ হাজার রেস্তোরাঁ, হোটেল, বারের ১৫ শতাংশই দেউলিয়া হয়ে গিয়েছে। কর্মহীন আড়াই লাখ কর্মচারী।
Post a Comment
Thank You for your important feedback