বিহারের প্রথম নির্বাচনী সভাতেই বিরোধীদের তুলোধনা নমোর

আসন্ন বিহার ভোটে এবার প্রচারের সুযোগ কম। করোনা আবহে বড় জমায়েত ও মিছিলের মতো ঘুরে ঘুরে প্রচার করার সুযোগ নেই। তবুও প্রথম নির্বাচনী সভায় বিহারের সাসারামে এসে বিরোধীদের তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপরদিকে কংগ্রেসের রাহুল গান্ধিও এদিন বিহারে সভা করেছেন। তিনিও অভিযোগ করেন, এনডিএ আমলে বিহারে কোনও উন্নয়ন হয়নি। ফলে প্রথম দিনের প্রচারে রাজনৈতিক তরজায় জমে উঠল বিহারের নির্বাচনী প্রচার। এদিন সাসারামে এসে মোদি তোপ দাগেন কংগ্রেস সহ সমস্ত আঞ্চলিক দলের নেতাদের। তিনি বলেন, ‘সারা দেশ অপেক্ষা করছিল কবে ৩৭০ ধারা অবলুপ্ত হবে জম্মু-কাশ্মীর থেকে। সেই সিদ্ধান্ত নিয়েছে বর্তমান এনডিএ সরকার। এখন বিরোধীরা বলছে যে ৩৭০ ধারা ফিরিয়ে আনা হবে তারা ক্ষমতায় এলে। এদের সাহস দেখুন, এই কথা বলার পর বিহারের জনগণের থেকে আবার ভোট চাইছে’।

এরপরই সুর আরও চড়িয়ে তিনি বলেন, ‘এটা কি বিহারের অপমান নয়, যারা তাদের ছেলে মেয়েদের সীমান্তে পাঠায় দেশ রক্ষার্থে। আমি একটা জিনিস এখান থেকে সাফ করতে চাই, এই চাষী ও সেনার জমি থেকে যে বিরোধীরা যার সাহায্য চায় নিয়ে নিক। দেশ এই সিদ্ধান্ত থেকে পিছু হটবে না, ভারত পিছু হটবে না’। আরজেডি সহ অন্যান্য আঞ্চলিক দলগুলিকেও ছেড়ে কথা বলেননি মোদি। তিনি বলেন, আগের মতো প্রদীপের আলোর সময় গিয়েছে। এখন বিদ্যুতের উৎপাদন তিনগুণ বেড়েছে। আশাকরি রাজ্যকে অসুস্থ করা দলদের মানুষ আর সুযোগ দেবে না। এদিন সাসারামে বিহারের ভোজপুর বেল্টে এসে ভোজপুরীতেও কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাসারামের পাশাপাশি এ দিন ভাগলপুর এবং গয়ার ডেহরিতে সভা করেন মোদি। উল্লেখ্য, এবার করোনা পরিস্থিতির কারণে এ বার রাজ্যে মাত্র ১২টি সভা করবেন প্রধানমন্ত্রী।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post