শনিবার ভারতে সংক্রমণে কেরালা রেকর্ড করেছে, ১১হাজার ৭৫৫জন আক্রান্ত হয়েছে | শিক্ষার নিরিখে পয়লা নম্বর দখল করে এই কেরালা সংক্রমণকে অনেকটাই আটকাতে পেরেছিলো| কিন্তু সম্প্রতি দক্ষিণ ভারতে হয়ে গেলো ওনাম উৎসব | কেরালাতে প্রধান উৎসব এই ওনাম | উৎসবে সামাজিক দূরত্ব সঠিক হয়নি বলেই এই দুর্দশা |বাংলায় দুর্গাপুজো আসছে| বাজারে বাজারে ভিড়| মাস্ক, দূরত্ব কোনো কিছুই মানা হচ্ছেনা সঠিক ভাবে | পুজোতে ভিড় হবেই মণ্ডপে মণ্ডপে কিন্তু তারপর ? চিন্তা এখানেই |
Post a Comment
Thank You for your important feedback