১১৫ বছরে শচীন দেববর্মন

 

ভারতের সর্বকালের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক তথা সঙ্গীতশিল্পী শচীন দেববর্মনের আজ ১১৫তম জন্মদিন। বর্তমান বাংলাদেশের কুমিল্লায় ১ অক্টোবর, ১৯০৬ সালে জন্মগ্রহণ করেন এই ধ্রুপদী সংগীত পরিচালক। তিনি ত্রিপুরার রাজপরিবারের সন্তান ছিলেন। একসময় পারিবারিক অশান্তিতে ত্রিপুরা ছেড়ে কলকাতায় চলে আসেন। পরে এখান থেকে বোম্বে বা অধুনা মুম্বাইতে পারি দেন বলিউডে ভাগ্য পরীক্ষা করাতে। পরবর্তী সময়ে তিনিই হয়ে ওঠেন হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক। তাঁর এক ডাকে গান গাইতে রাজি হতেন লতা, আশা থেকে রফি, কিশোর কুমারের মতো গায়কেরা। অনেকের মতে তিনি নিজের হাতেই তৈরি করেছিলেন কিশোর কুমারকে। একসময় মান্না দে তাঁর সহকারী ছিলেন। শোনা যায় চিত্র পরিচালক ও বলিউডের এভারগ্রীন নায়ক দেব আনন্দ শচীন কর্তা ছাড়া ছবিই করতে চাইতেন না। রাজেশ খান্না আরাধনায় শচীনকর্তার সুরে গানগুলি না থাকলে সুপারস্টার হতেন কিনা সন্দেহ। এমনটাই বলেছিলেন ওই কালজয়ী ছবির পরিচালক শক্তি সামন্ত। বেদনার বিষয়, দেব বর্মন পরিবারে আজ আর কেউ নেই গানের জগতে। তাঁর পুত্র প্রয়াত রাহুল দেব বর্মন নিঃসন্তান ছিলেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post