নভেম্বরেই করোনার টিকা ব্রিটেনে, রিপোর্ট

করোনার টিকার জন্য তৈরি হতে বলা হল ব্রিটেনের একটি হাসপাতালকে। ২ নভেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহেই এই টিকা হাতে পাবে তারা। ব্রিটিশ সংবাদপত্র দ্য সান সোমবার জানিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার এই টিকার প্রথম ব্যাচ ওই হাসপাতালে যাবে। খবর অনুযায়ী, লন্ডনের ওই হাসপাতালকে বলা হয়েছে এজন্য তৈরি থাকতে। এর আগে অক্টোবরের গোড়ায় দ্য টাইমস জানিয়েছিল, অক্সফোর্ডের টিকা তিনমাসের মধ্যেই তৈরি হয়ে যাবে। ইতিমধ্যেই জানানো হয়েছে, এই টিকা যুবক ও বৃদ্ধদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি করাতে দারুণ কাজ দিচ্ছে। জানা গিয়েছে, ব্রিটেনে ৬ মাসের মধ্যে সব প্রাপ্তবয়স্কই টিকা পাবেন। অন্যদিকে, অ্যাস্ট্রাজেনেকা আমেরিকায় তাদের পরীক্ষা চালু করেছে। ব্রিটেনে পরীক্ষার সময় একজনের গুরুতর স্নায়বিক সমস্যা দেখা দেওয়ায় পরীক্ষা বন্ধ ছিল। ভারতে এই টিকার জন্য সিরাম ইন্সটিটিউটের সঙ্গে চুক্তি হয়েছে অ্যাস্ট্রাজেনেকার। ভারতের ১,৬০০ স্বেচ্ছাসেবকের মধ্যে এই পরীক্ষা হবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post