দুটি চ্যানেলের বিরুদ্ধে বলিউডের চারটি সিনেমা সংগঠন এবং ৩৪ জন প্রযোজক দিল্লি আদালতে মামলা করলেন। মামলাকারীদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, সলমন খান, আমির খান, করণ জোহর, যশ রাজ প্রোডাকশন। তাঁরা কিছু সংবাদমাধ্যমের দায়িত্বজ্ঞানহীন রিপোর্টিংয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তাদের বক্তব্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে এই সংবাদ মাধ্যমগুলো বলিউডকে কালিমালিপ্ত করেছে। সিনেমা শিল্পীদের এই মিডিয়া ট্রায়াল বন্ধ হোক। তাঁদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার খর্ব করা বন্ধ হোক। সোশাল মিডিয়াতেও এসব করা যাবে না। তাদের আবেদনে অভিযুক্ত রিপাবলিক টিভি, অর্ণব গোস্বামী, প্রদীপ ভাণ্ডারী, টাইমস নাউ এবং রাহুল শিবশঙ্কর এবং নভিকা কুমার। তাঁরা সুশান্তের মৃত্যু পর বলিউডের স্বজনপোষণ থেকে বিরূপ মন্তব্য করেছেন। কোনও প্রমাণ ছাড়াই মাদকযোগের অভিযোগ এনেছেন।
Post a Comment
Thank You for your important feedback