সোশাল মিডিয়ায় একাধিক ছবি ভিডিও প্রতিদিন ভাইরাল হচ্ছে। তবে কিছু ভিডিও মনকে নাড়া দিয়ে যায়। দিল্লির মালব্যনগরের এক বৃদ্ধ দম্পতির খাবারে দোকানে তেমন বিক্রি না হওয়ায় কান্না ভেঙে পড়ার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখার পর সোনম কাপুর থেকে স্বরা ভাস্বর, রবিনা ট্যান্ডন সহ আরও অনেক বলি সেলেবই ওই বৃদ্ধ দম্পতির হয়ে ক্যাম্পেন করেছেন। তাঁদের সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। সবার প্রথম এগিয়ে আসেন সোনম কাপুর। তারপর একে একে আরও অনেকে এগিয়ে আসেন।
#बाबाकाढाबा #dilliwalon #dil #dikhao. Whoever eats here, sends me pic, I shall put up a sweet message with your pics ! ♥️ #supportlocalbusiness #localvendors https://t.co/5DH73wz3SD
— Raveena Tandon (@TandonRaveena) October 8, 2020
অভিনেত্রী স্বরা ভাস্বর যেমন বলেছেন ‘চলুন দিল্লিবাসী , মালব্যনগরে বাবা কা ধাবা থেকে মটর পনির খাই।’ ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্যের কথা বলেছেন, ভোকাল ফর লোকালের কথা বলেছেন স্বরা। যারা বাবা কা ধাবা থেকে খাবেন, তারা রবিনাকে ছবি পাঠালে তাতে অভিনেত্রী মিষ্টি মেসেজ পাঠাবেন বলেছেন রবিনা ট্যান্ডন । অভিনেতা সুনীল শেট্টিও স্থানীয় ব্যবসায়ীদের সাহায্যের কথা বলেছেন।
Post a Comment
Thank You for your important feedback