হাত নেই, থুতনি দিয়েই স্নুকার

দুই হাতই নেই। তাতে কী। দিব্যি স্নুকার খেলছেন পাকিস্তানের মহম্মদ ইক্রাম। থুতনি দিয়ে কিউ বল টেবিলে একের পর এক কর্নার পকেট করে চলেছেন তিনি। ৩২ বছরের ইক্রাম জন্মেইছিলেন হাত ছাড়া। এঅখন তিনি পোক্ত স্নুকার খেলোয়াড়।
প্রত্যন্ত পাঞ্জাবের প্রত্যন্ত সামুদ্রি গ্রামে আটবছর ধরে স্নুকার প্র্যাকটিশ করছেন তিনি। স্রেফ থুতনি দিয়েই বাজিমাত করে চলেছেন। তাঁর গর্বিত উক্তি, বড় বড় স্নুকার খেলোয়াড়রা বলেছেন, আমি জিনিয়াস। আমি পাকিস্তানকে গর্বিত করতে পারি।
গরিব পরিবারের নয় সন্তানের একজন। অশিক্ষিত ইক্রাম জন্ম থেকেই বঞ্চিত। তাঁর কাজ ছিল অন্যদের স্নুকার খেলতে দেখা। কোনদিন খেলতে পারবেন স্বপ্নেও ভাবেননি। তারপর একসময় গোপনেই প্র্যাকটিশ করতে শুরুও করেছিলেন।মা রাজিয়া বিবি জানাচ্ছেন, থুতনি দিয়েই খেলতে শুরু করে তাঁর ছেলে। স্থানীয় টুর্নামেন্টেও বহু পুরস্কার পেয়েছে তাঁর ছেলে। একসময় হাত নেই বলে খেলায় নিত না ক্লাবের বন্ধুরাও। পরে তারাই বাহবা দিচ্ছে তাঁকে।
ইক্রামের একটাই কথা, আল্লাহ হাত দেননি তো কী হয়েছে, সাহস দিয়েছেন। একদিন সরকারের মদত তিনি আন্তর্জাতিক টুনামেন্টেও খেলবেন স্বপ্ন দেখেন ইক্রাম।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم