করোনা পরিস্থিতি দেখতে ফের রাজ্যে কেন্দ্রীয় টিম

 

করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য ফের বিশেষজ্ঞদল পাঠাচ্ছে কেন্দ্র। সেইসঙ্গে কেরল, কর্নাটক, রাজস্থান ও ছত্তিশগড়েও যাবে কেন্দ্রীয় দল। এই রাজ্যগুলিতে করোনা পরিস্থিতি খারাপ। আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক শুক্রবার জানিয়েছে, প্রতিটি টিমে একজন যুগ্মসচিব, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, একজন ক্লিনিসিয়ান থাকবেন। রাজ্যগুলির করোনা মোকাবিলায় তাঁরা সহায্য করবেন। কীভাবে করোনা পরীক্ষা এবং তার চিকিৎসা আরও উন্নত করা যায়, তাও তাঁরা দেখবেন। কেরলে মোট আক্রান্ত ৩,১৭,৯২৯ জন, দেশের মোট সংক্রমিতের ৪. শতাংশ। সুস্থতার হার ৬৯.৯০ শতাংশ। কর্নাটেক মোট আক্রান্ত ৭,৪৩,৮৪৮ জন। তা জাতীয় সংক্রমণের ১০.১ শতাংশ। রাজস্থানে মোট আক্রান্ত ১,৬৭,২৭৯ জন। পশ্চিমবঙ্গে আক্রান্ত ৩,০৯,৪১৭ জন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post