লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘাতের আবহ অব্যাহত। এরমধ্যেই এবার এক চিনা সেনা জওয়ান ভারতীয় সেনার হাতে আটক হয়েছেন বলে সূত্রের খবর। সেনার এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, চুমার-ডেমচক এলাকা থেকে ওই চিনা সেনাকে সোমবার আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে। ওই চিনা সেনার নাম কর্পোরাল ওয়াং ইয়া লং। পিএলএ-র ষষ্ঠ মোটরসাইজড ইনফ্যান্ট্রি বিভাগে কর্মরত সে। চিনের সাংঝিয়ান প্রদেশের বাসিন্দা ওয়াং লালফৌজের করপোরাল ব়্যাঙ্কের আধিকারিক। মূলত সেনাবাহিনী আগ্নোয়ন্ত্র মেরামতির দায়িত্ব রয়েছে তাঁর উপর। যদিও ওই সৈনিকের দাবি, তিনি ভুল করেই চলে আসেন ভারতীয় ভূখণ্ডে। তবে যেহেতু তাঁরা কাছ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া গিয়েছে তাই আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করছে সেনাবাহিনীর আধিকারিক ও গোয়েন্দারা। ওই নথিপত্র সে কোথা থেকে সংগ্রহ করল আর কোথায় বা নিয়ে যাচ্ছিল সেটা জানার চেষ্টা করছেন ভারতীয় আধিকারিকরা। তবে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, ওই চিনা সেনা জওয়ানকে জিজ্ঞাসাবাদ শেষ হলে যথাযথ পদ্ধতি অনুসরণ করে নির্দিষ্ট প্রোটোকল মেনে তাঁকে চিনা সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। সম্প্রতি চিনা প্রেসিডেন্ট লালফৌজকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। এই পরিস্থিতিতে এক চিনা সেনার ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়াকে হালকাভাবে নিতে নারাজ ভারত।
Post a Comment
Thank You for your important feedback