পুজোর আগেই রাস্তা সারিয়ে ফেলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় রাস্তার অবস্থা খারাপ। সেইসব রাস্তা মেরামতিতে আর দেরি করা যাবে না। বৃহস্পতিবার জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লক থেকে পথশ্রী প্রকল্পের সূচনা করেন তিনি। ১৫ অক্টোবর পর্যন্ত ১২ হাজারের বেশি গ্রামীণ রাস্তার পুনর্গঠনের কাজ নেওয়া হচ্ছে এই প্রকল্পে। ইতিমধ্যেই সমীক্ষার কাজ শেষ করে ফেলেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। মুখ্যমন্ত্রীর নির্দেশ, চলতি বছরের মধ্যেই সব রাস্তার হাল ফেরাতে হবে। স্থানীয় স্তরে এনিয়ে ব্যাপক প্রচার চালানো হবে। তাঁর হুঁশিয়ারি, যারা টেন্ডার পাবেন না, তারা যদি কাজে বাধা সৃষ্টি করেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে রাজ্য। এমন অভিযোগ পেলে পুলিশকে কড়া পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, শুধু কর্মরত সংস্থা বা সরকারি আধিকারিকরাই নন, কোনওরকম অস্বচ্ছতা টের পেলে সাধারণ মানুষও দিদিকে বলো বা মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে অভিযোগ জানাতে পারবেন।
Post a Comment
Thank You for your important feedback