সারা ইউরোপে ঠান্ডা পড়ে গেছে। উত্তরের তুলনায় দক্ষিণে কম হলেও, করোনার ভয়াবহ অভিঘাতে দক্ষিণ ইউরোপের ইতালির সরকার ফের কড়াকড়িতে যাচ্ছে। লকডাউন হবে না কিন্তু যথেষ্ট বিধিনিষেধ আনছে সরকার। গত মে/ জুন থেকে ইতালি অনেকটাই কমিয়ে আনতে পেরেছিল সংক্রমণ। কিন্তু শীত আসার সঙ্গে সঙ্গে তারা অশনি সংকেত দেখছে। ল্যাটিন ইউরোপ হৈহুল্লোড়ের দেশ। স্পেন, ইতালি কিংবা পর্তুগাল, রাস্তায় নেমে মদ্যপান, মহিলাসঙ্গ কিংবা হৈচৈ করা এদের স্বভাব, কাজেই সেসব ভেবেই কড়া ব্যবস্থা নিচ্ছে সরকার। ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কান্তে নির্দেশ দিয়েছেন, রেস্টুরেন্টে একটি বড়ো টেবিলে যেখানে ১২ জন বসতে পারে সেখানে ৬ জনের বেশি বসতে পারবেনা। এছাড়া সন্ধ্যা ৬ টার পর বার খোলা রাখা যাবে না। প্রকাশ্যে মদ্যপান বা নেশা করা যাবে না। সেইসঙ্গে করোনা মহামারির ধাক্কায় বিপর্যস্ত অর্থনীতিকে ৪ হাজার কোটি ইউরো আর্থিক অনুদান করা হবে। এই অবস্থা চলবে আগামী মার্চ অবধি |
নমস্কার আমি বিপ্লব দেবনাথ ইতালি থেকে বলছি .....
ReplyDeleteসারা ইউরোপ এখন ভয়ে আতঙ্কে রয়েছে আমরা নিজেরাও জানিনা কালকে এখানে কি পরিস্থিতি ঘটতে পারে প্রচুর ভাবে কড়া নির্দেশ আমরা এখানে হিন্দুরা পুজো করতাম সেই পুজো করা সম্ভব হবে না এবছর টোটালি সবকিছু বন্ধ . কোন অনুষ্ঠান করা সম্ভব হবে না এমনকি এদের ক্রিসমাস পর্যন্ত এরা পালন করবে না সবকিছু ঘরের মধ্যেই অনুষ্ঠান করতে হবে কিন্তু তার মধ্যেও ব্যাপার আছে ঘরের মধ্যেই আপনি বন্ধুবান্ধব আনতে পারবেন না করার নির্দেশ... যাই হোক আপনাদের যদি কোনো খবর দরকার লাগে আমি আছি আমাকে আপনারা কল করতে পারেন 00393337246138 অবশ্যই আপনাদেরকে যথারীতি আপডেট দিতে পারব আপনারা ভাল থাকুন
Post a Comment
Thank You for your important feedback