জুলাইয়ের পর দেশে দৈনিক সংক্রমণ সবথেকে কম

জুলাইয়ে মাঝামাঝির পর এই প্রথম দৈনিক করোনা সংক্রমণ সব থেকে কম হল মঙ্গলবার। একদিনে সংক্রমিত হয়েছেন ৩৬,৩৭০ জন। ১৮ জুলাই একদিনে ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৩৪,৮৮৪। এখন প্রতিদিনই দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছে। সেপ্টেম্বরে সংক্রমণ সর্বোচ্চ হওয়ার পর থেকে এই হার কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪৮৮ জন। মোট মৃতের সংখ্যা এখন ১,১৯,৫০২। তবে বিশ্বের সংক্রমণের নিরিখে ভারত এখন আমেরিকার পরেই দ্বিতীয় স্থানে। আমেরিকায় ফের করোনা সংক্রমণ বাড়তির দিকে। সেখানে সংক্রমিত মোট ৮৭ লাখ। মৃত ২ লাখ ২৫ হাজার।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post