কমছে করোনা সংক্রমণ, মৃত্যু, তিনমাসে সর্বনিম্ন সংক্রমণ

 

 দেশে করোনায় মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৫৭৯। গত ৬ মাসে এই প্রথম দৈনিক মৃত্যুর সংখ্যা ৬০০-র কম হল। মোট মৃত ১,১৫,১৯৭ জন। মঙ্গলবার দৈনিক সংক্রমণ হয়েছে ৪৬,৭৯০। যা গত তিমমাসে সর্বনিম্ন বলেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবে দেশে মোট সংক্রমিত হয়েছেন ৭৫,৯৭,০৬৩। এর মধ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৭ লাখ ৭২ হাজার ৫৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬৬ লাখ ৬৩ হাজার ৬০৮ জন। ভালো খবর এই যে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও কমছে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আসন্ন উৎসবের মরশুমের শেষে ফের সংক্রমণ উর্ধ্বমুখী হতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশের যে পাঁচটি রাজ্যে সবথেকে খারাপ অবস্থা সেখানেও অ্যাক্টিভ কেসের সংখ্যা কমছে। মহারাষ্ট্র, কর্নাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডুতে ধারাবাহিকভাবে অ্যাক্টিভ কেস কমছে। পশ্চিমবঙ্গেও রোজ বাড়ছে দৈনিক সংক্রমণের হার।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post