করোনা সংক্রমণে দেশের শীর্ষ ২৫ জেলার ১৫টি মহারাষ্ট্রেই

দেশে করোনা সংক্রমণে সবার উপর ৮টি রাজ্যের যে ২৫টি জেলা, তার ১৫টিই এক মহারাষ্ট্রে। এছাড়া কর্নাটক, পশ্চিমবঙ্গ ও গুজরাতে দুটি এবং তামিলনাডু, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের একটি করে জেলা রয়েছে। মোট মৃত্যুর ৪৮ ভাগই এইসব জেলায়। বুধবার সরকারি হিসেবে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭২,০৪৯ জন। মোট আক্রাম্ত ৬৭,৫৭,১৩১ জন। মারা গিয়েছেন ৯৮৬ জন। মোট মৃত ১,০৪,৫৫৫ জন। অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, করোনার পজিটিভিটি হার এখন কমে হয়েছে ৬.৮২ শতাংশ। বাড়ছে সুস্থতার হারও। সুস্থতার হার এখন ৮৫ শতাংশ। টানা চারদিন অ্যাক্টিভ কেস কমেছে। অ্যাক্টিভ কেসের শীর্ষে কেরল। ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কমে গিয়েছে অ্যাক্টিভ কেস।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post