দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৭১ লাখ পেরোল। সোমবার নতুন সংক্রমিত হয়েছেন ৬৬,৭৩২ জন। সবমিলিয়ে দেশে মোট আক্রান্ত ৭১,২০,৫৩৯ জন। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৮১৬ জন। মোট মৃত ১.০৯,১৫০। অ্যাক্টিভ কেস ৮,৬১,৮৫৩। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, সুস্থ হয়েছেন ৬১,৪৯,৫৩৬ জন। এনিয়ে টানা ৮দিন দৈনিক মৃত্যু ১ হাজারের কম। বিশ্বে সুসথ্তার হারে ভারত এখন শীর্ষে। দেশের যে ৫টি রাজ্যে সবথেকে বেশি সংক্রমণ, সেই রাজ্যগুলিতেও সুস্থ হচ্ছেন মোট সুস্থতার ৫৪.৩ শতাংশ।
Post a Comment
Thank You for your important feedback