বিগত কয়েকমাস ধরে সল্টলেকের কেবি ব্লকে (KB Block) একটি অফিস খুলে প্রতারণা করছিলেন যুগলে। অবশেষে পর্দাফাঁস করল বিধাননগর পুলিশ। ধৃতদের নাম সুপ্রতিম পাত্র এবং পিউ দাস। দুজনকেই বৃহস্পতিবার বিধাননগর মহকুমা আদালতে হাজির করেছে। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের কেবি ব্লকে অফিস খুলে বসে ছিল প্রতারকরা। মূলত বেকার ছেলেমেয়েদের চাকরির টোপ দিয়ে নিয়ে আসা হত এই অফিসে। সেখানে বলা হতো বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে চাকরি দেওয়া হবে। এর জন্য টাকাও চাইতেন তাঁরা। বেকার যুবক-যুবতীরা কিছু টাকা অগ্রিম দিলে তাঁদের একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হত। এইভাবেই চলছিল প্রতারণা। পরবর্তী সময়ে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে সংশ্লিষ্ট দফতরে গিয়ে তাঁর জানতে পারতেন যে তাঁরা প্রতারিত হয়েছেন। আর এইভাবে সুপ্রতিম ও পিউ লাখ লাখ টাকা হাতিয়ে চম্পট দেওয়ার ছক করছিল। কিন্তু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। কেবি ব্লকের ওই অফিসে হানা দিয়ে ধরা হয় দুজনকে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু ভুয়ো নথিপত্র ও কম্পিউটার। ধৃতদের বাড়ি মেদিনীপুরে, এরা নিজেদের ডিরেক্টর বলেই পরিচয় দিত। তাঁদের জেরা করে পুলিশ জানতে পেরেছে শুধু সল্টলেক নয়, রাজ্যের অন্য প্রান্তেও তাঁরা অফিস খুলে প্রতারণা চালাতেন।
Post a Comment
Thank You for your important feedback