লকডাউনের কয়েকদিন আগেই ঘর বেধেছিলেন দুজনে। স্বপ্ন দেখেছিলেন এক সুন্দর সংসারের। কিন্তু করোনা ভাইরাসের আক্রমণে দেশজোড়া লকডাউন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। আর তাতেই কাজ হারায় যুবক। পেটের ভাত জোগার করতেই হিমশিম খেলেন তিনি। শেষ পর্যন্ত মর্মান্তিক সিদ্ধান্ত নিলেন নবদম্পতি। বিষ খেয়েই আত্মঘাতী হলেন যুগলে। মর্মান্তিক ঘটনাটি খড়গপুরের নিমপুরা এলাকায়। শুক্রবার সাত সকালেই এক দম্পতির মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষ। জানা গিয়েছে এই দম্পতির বাড়ি অন্ধ্রপ্রদেশে। কর্মসূত্রে খড়গপুরে থাকতেন। কিন্তু লকডাউনের জেরে কাজ হারায় তাঁরা। আবার একই কারণে দেশে ফিরতে পারেননি। ফলে চরম অনটনে পড়েছিলেন ওই নবদম্পতি। খেয়ে না খেয়ে দিন কাটছিল কোনওভাবে। কিন্তু কাজ না পেয়ে ওই দম্পতি চরম মানসিক অবসাদে ভুগছিলেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এর জেরেই হয়তো চরম সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা এমনটাই মনে করছেন এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback