করোনায় আক্রান্ত ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগালের ফুটবল ফেডারেশন একথা জানিয়ে বলেছে, লিগ অফ নেশনসে বুধবার সুইডেনের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না রোনাল্ডো। তারা বলেছে, রোনাল্ডো ভালোই আছেন। তাঁর শরীরে করোনার কোনও লক্ষণ নেই। এখন জুভেন্তাসের তারকা রয়েছেন আইসোলেশনে। ৩৫ বছরের রোনাল্ডো প্রশিক্ষণ শিবিরও ছেড়েছেন। কয়েকদিন আগে তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। রোনাল্ডোর রিপোর্ট পজিটিভ হওয়ার পর পর্তুগাল টিমের সবার করোনা পরীক্ষা করা হয়। বাকিদের রেজাল্ট হয়েছে নেগেটিভ। তারা সুইডেনের বিরুদ্ধে ম্যাচে খেলবে। ৫ বারের ব্যালন দিওর বিজয়ী ফুটবলার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্যায়ে আরও দুটি ম্যাচে খেলতে পারবেন না। তিনি পর্তুগালের সিটি অফ ফুটবলে তাঁর বেডরুমের বারান্দা থেকেই সতীর্থ ফুটবলারদের প্রশিক্ষণ দেখছেন। রোনাল্ডোর আগে পর্তুগালের আরও দুই ফুটবলার করোনায় সংক্রমিত হয়েছেন। তাঁরা হলেন হোসে ফন্তে এবং অ্যান্থনি লোপেস।
Post a Comment
Thank You for your important feedback