প্রথমে উত্তরের সন্তোষ মিত্র স্কোয়ার ও পরে দক্ষিণের বেহালার দেবদারু ফটক পুজো কমিটি। করোনা আবহে ভিড় এড়াতে নজীরবিহীন সিদ্ধান্ত নিল এই দুই দুর্গাপুজো কমিটি। করোনা আতঙ্কের মধ্যেই হচ্ছে এবারের দুর্গোৎসব। বিশেষজ্ঞ থেকে চিকিৎসক মহল সকলেই চিন্তিত এই করোনা কালে পুজোর ভিড় থেকে যদি সংক্রমণের মাত্রা বেড়ে যায় তবে পুজোর পর কী হবে? এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব মহলই চাইছে পুজোয় ভিড় বন্ধ হোক। এই পরিস্থিতির কথা মাথায় রেখে বুধবার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পুজো কমিটি সন্তোষ মিত্র স্কোয়ার যা কিনা লেবুতলা পার্ক বলেই পরিচিত। তাঁরা এবার পুজোয় সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে পুজো মণ্ডপে। শুধুমাত্র স্থানীয় মানুষজনই পুজোয় অংশ নেবেন করোনাবিধি মেনে। এবার আরও একটি পুজো কমিটি এগিয়ে এল, তাঁরাও লেবুতলা পার্কের মতো একই সিদ্ধান্ত নিল। দক্ষিণ কলকাতার বেহালা দেবদারু ফটক পুজো কমিটি। নিজেদের ৪৮তম বর্ষে এই নজীরবিহীন সিদ্ধান্ত নিল তাঁরা।
পুজো উদ্যোক্তাদের কথায়, উৎসবের চেয়ে মানুষের জীবনের মূল্য নিঃসন্দেহে অনেক বেশি। তাই ‘এবার দেবদারুর ফটক বন্ধ’। এই রকমের ব্যানার দিয়ে ছেয়ে দেওয়া হয়েছে বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ডের আশেপাশে। কলকাতার দ্বিতীয় পুজো কমিটি হিসেবে সন্তোষ মিত্র স্কোয়ারের মতই তাঁরা এবারের পুজোয় সাধারণ দর্শকদের মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ করল। দুটি ক্লাবের কর্তারাই জানিয়েছেন, এবারের পুজোয় ভার্চুয়ালি অংশ নিতে পারবেন সকলেই। সুস্থ থাকলে আসছে বছর আবার হবে। দেবদারু ফটক পুজো কমিটির এক কর্তার কথায়, দীর্ঘ আলোচনার পর এই পরিস্থিতিতে এটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে। তবে কেউ বঞ্চিত হবেন না, কারণ বেহালা মেন রোডের উপর একটি জায়ান্ট স্ক্রিনে প্যান্ডেল দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback