‘গব্বর ইজ ব্যাক’, ফের ধোনিদের টেক্কা দিল ধাওয়ানের দিল্লি

এবারের আইপিএল একেবারেই ভালো যাচ্ছে না মহেন্দ্র সিং ধোনির। তিনি নিজেও ব্যর্থ, সেইসঙ্গে তাঁর দল চেন্নাই সুপার কিংস ক্রমাগত হেরেই চলেছে। শনিবারও তাঁরা হারল দিল্লি ক্যাপিটালের কাছে। যদিও দিল্লিকে যথেষ্ঠ লড়াই করার টার্গেট দিয়েছিল চেন্নাই। কিন্তু ২২ গজে রাজকীয় ব্যাট করলেন ‘গব্বর’ শিখর ধাওয়ান। মাত্র ৫৮ বলে অপরাজিত ১০১ রানের রাজকীয় ইনিংস খেললেন। ফলে দিল্লি এক বল বাকি থাকতেই চেন্নাইয়ের ১৭৯ রানের টার্গেট পার করে ১৮৫ রান তুলে দেয়। দিল্লি জিতল ৫ উইকেটে। ম্যান অফ দি ম্যাচ অবশ্যই শিখর ধাওয়ান।

এদিন জিততে শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল দিল্লির। অসাধারণ ব্যাট করলেন অক্ষর প্যাটেল, মাত্র পাঁচ বলে করলেন ২১ রান। এরমধ্যে তিনটি বিশাল ছক্কা। তবে পুরো ইনিংসই নিয়ন্ত্রন করলেন শিখর ধাওয়ান। ১৪টি চার ও ১টি ছয়ের সাহায্যে নিয়ন্ত্রিত ইনিংস খেললেন তিনি। শ্রেয়শ আইয়ার (২৩) ও মার্কাস স্টয়োনিসের (২৪) সঙ্গে ভালো পার্টনারশিপ করলেন। ফলে ম্যাচ জিতে আইপিএল লিগ টেবিলের শীর্ষে চলে এল দিল্লি ক্যাপিটাল। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ফাফ ডুপ্লেসি (৫৮), ওয়াটসন (৩৬), রায়াডু (৪৫) ও রবীন্দ্র জাদেজার (৩৩) রানের দৌলতে ১৭৯ রান করে চেন্নাই। যদিও এদিন ফের ব্যর্থ হলেন ধোনি, করলেন মাত্র ৩ রান। অপরদিকে ধাওয়ানের একটি সহজ ক্যাচও ফেললেন উইকেটের পিছনে। ফলে গব্বরের প্রত্যাবর্তনের দিনে আরও গাড্ডায় পড়ল ধোনির চেন্নাই। তিনটি জয় ও ছয়টি হারের সুবাদে লিগ টেবিলে ৬ নম্বরে তাঁরা।

ছবি টুইটার থেকে সংগৃহীত

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post