ধোনির চেন্নাই এখন আইপিএলে ‘লাস্ট বয়’

 

ফের ব্যর্থ মহেন্দ্র সিং ধোনি, আবারও হারল চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে চেন্নাইয়ের খেলার পর এটাই হেডলাইন হচ্ছে। কারণ, সোমবারও ধোনির দল ফের ৭ উইকেটে হারল রাজস্থান রয়্যালসের কাছে। ফলে প্লে অফে যাওয়ার রাস্তা কার্যত শেষ হয়ে গেল চেন্নাই সুপার কিংসের। চলতি আইপিএলে ১০ ম্যাচে মাত্র ৩টিতে জিতে ধোনির দল ৬ পয়েন্টস নিয়ে লিগ টেবিলের এক্কেবারে শেষে। আর এই ম্যাচ জিতে রাজস্থান একলাফে উঠে এল লিগ টেবিলের পাঁচ নম্বরে। সোমবার টসে জিতে ব্যাট নেয় চেন্নাই অধিনায়ক ধোনি। কিন্তু স্কোরবোর্ডে বড় রান তুলতে ব্যর্থ চেন্নাইয়ের ব্যাটসম্যানরা।তাঁদের কোনও ব্যাটসম্যানই বড় রানের ইনিংস খেলতে পারলেন না। শ্যাম কুরেনকে এদিন ওপেন করতে পাঠানো হয় দ্রুত রান তোলার জন্য। কিন্তু ২৫ বলে ২২ রানের মন্থর ইনিংস খেলেই আউট হলেন এই অজি পেসার। ফাফ ডুপ্লেসি (১০), ওয়াটসন (৮), আম্বাতি রায়াডু (১৩) কেউই রান করতে পারেননি। যদিও ধোনি (২৮) ও রবীন্দ্র জাদেজা (৩৫) কিছুটা লড়াই করলেন। ফলে নির্ধারিত ২০ ওভারে চেন্নাই তোলে মাত্র ১২৫ রান। যা আইপিএলের মতো টুর্নামেন্টে সামান্য টার্গেট। জবাবে ব্যাট করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে ১৭ ওভার ৩ বলেই রান তুলে ম্যাচ পকেটে পুরে নিল রাজস্থান রয়্যালস। অধিনায়ক স্টিভ স্মিথ (২৬) এবং জস বাটলার (৭০) দুজনের পার্টনারশিপে ভর করেই জিতল রাজস্থান। আর খাদের অতলে তলিয়ে গেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post