বসিরহাট মহকুমার টাকির ইছামতি নদীতে বিসর্জন দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এসে ভিড় জমান টাকির বিভিন্ন গেস্ট হাউসে। এবার করোনা আবহে তার কিছুই নেই। সোমবার দশমীর সকাল থেকেই ইছামতির নদীপথে ও পাড়ের ওপর রাজ্য পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর টহলদারি শুরু করেছে। সকাল থেকেই এখনো পর্যন্ত ইছামতি নদীতে কোন প্রতিমার নৌকা নামতে দেখা যায়নি। এমনকী, কোনও পর্যটকের নৌকাও নামতে দেওয়া হয়নি। এমনটাই চিত্র ধরা পড়ছে টাকির ইচ্ছামতী নদীতে। টাকির রাজবাড়ী ঘাটে বেশ কয়েকটি প্রতিমা বিসর্জন দেওয়া হয়। অন্যদিকে, বাংলাদেশ সীমান্তের দেভাটা এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত কোনও প্রতিমাকে ইছামতিতে নামতে দেখা যায়নি। ইছামতি নদীতে চলছে বাংলাদেশ পুলিশের নজরদারি। সব মিলিয়ে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলেছে সীমান্তরক্ষী বাহিনী ও রাজ্য পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback