বকেয়া বেতনের দাবিতে দিল্লিতে ডাক্তারদের ধর্মঘট

 তিনমাসের ওপর বেতন পাননি। তাই উত্তর দিল্লি পুরসভার হাসপাতালগুলির সিনিয়র ডাক্তাররা সোমবার গণছুটি নিয়েছেন। মিউনিসিপ্যাল কর্পোরেশন ডক্টরর্স অ্যাসোসসিয়েশনের সভাপতি আর আর গৌতম জানিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হলে মঙ্গলবার থেকে লাগাতার ধর্মঘট শুরু হবে। তাঁরা হিন্দু রাও এবং কস্তুরবা হাসপাতালের ধর্মঘটী রেসিডেন্ট ডাক্তারদের ধর্মঘটের সমর্থন করেছেন। তাঁদেরও বকেয়া বেতনের দাবি রয়েছে। হিন্দু রাও হাসপাতালের রেসিডেন্ট ডাক্তাররা শুক্রবার থেকেই লাগাতার ধর্মঘটে নেমেছেন। মেন গেটের সামনে অনশন বসেছেন পাঁচ ডাক্তার। একইসঙ্গে কস্তুরবা হাসপাতাল এবং রাজেনবাবু যক্ষ্মা হাসাপাতালের ডাক্তাররাও বেতনের দাবিতে প্রতিবাদ করছেন। কালো ব্যাজ পর তাঁরা যন্তরমন্তরে প্রতিবাদ জানিয়েছেন। মেয়র জয়প্রকাশ দাবিপূরণের আশ্বাস দিয়েছেন

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post