শেষ পর্যন্ত বিজেপি রাজ্য শাখার আয়োজনে দুর্গাপুজো হচ্ছে বলেই খবর। প্রাথমিকভাবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দূর্গা আহ্বান মন্ত্র পড়ে শারদ উৎসবের সূচনা করবেন। মহাষষ্ঠীর দিন হবে এই আগমনী অনুষ্ঠান। কবে তিনি প্রথমে জানিয়েছিলেন বিজেপি কোনও দুর্গাপুজোর আয়োজন করছেন না। এটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। কিন্তু পরে জানা যায়, সল্টলেকের ইজেডসিসি-তে পুরোদস্তুর পুজোই হবে। বিজেপির তরফে এই পুজোর মূল উদ্যোক্তা কৈলাশ বিজয়বর্গীয় এবং মুকুল রায়। বঙ্গ রাজনীতির বহু রাজনৈতিক ব্যাক্তিত্ব বিভিন্ন পুজো কমিটির সঙ্গে যুক্ত। কোনও কোনও ক্ষেত্রে নেতা-মন্ত্রীরা দুর্গা বা কালী পুজোর মূল উদ্যোক্তাও। কিন্তু এবারই বঙ্গ রাজনীতিতে যুক্ত হল নতুন ধারা, কোনও রাজনৈতিক দল সরাসরি পুজোর আয়োজন করছে। আর সেটি করছে বঙ্গ বিজেপি।
তবে বিজেপির দুর্গাপুজোয় সবচেয়ে বড় চমক সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের দলের অংশগ্রহন। বিজেপি সূত্রের খবর, মোদির আগমনী অনুষ্ঠান বাদেও ষষ্ঠী থেকে নবমী অবধি নানান সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। জানা গিয়েছে এই তিনদিনের একদিন সৌরভ-পত্নী ডোন গঙ্গোপাধ্যায় নৃত্য পরিবেশন করবেন ইজেডসিসি-তে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এটা একেবারেই পেশাদারি অনুষ্ঠান কিন্তু নেটিজেনদের মধ্যে উন্মাদনা অন্যত্র। বিগত কয়েকমাস ধরেই বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এবার বিজেপির পুজোয় সৌরভ পত্নীর নাচের অনুষ্ঠানে সেই জল্পনা আরও উস্কে দিল। তবে কি ‘দাদা’ আসছেন বিজেপিতে?
Post a Comment
Thank You for your important feedback