"শাট আপ," নির্বাচনী বিতর্কে ট্রাম্প, বাইডেন

 

সুসভ্য জাতি হিসাবে গর্ববোধ করেন আমেরিকাবাসী। কিন্তু বিগত ৬০ বছরের ইতিহাসে এবারের প্রেসিডেন্সিয়াল ডিবেটে সেই গর্বে কালি পড়ল। বেশ কয়েক যুগ ধরে আমেরিকায় একই মঞ্চে উপস্থিত থেকে প্রেসিডেন্টের পদপ্রার্থীরা সম্মুখ সমরে বিতর্কে উপস্থিত হন। অনুষ্ঠানের আগে ও পরে নিয়ম থাকে পরস্পরের করমর্দন করা। এবারে সেসবের বালাই নেই বরং বাইডেন কিছু বলতে উঠলেই ট্রাম্প তাঁকে দাবড়ে থামিয়ে দিচ্ছেন। তেমনটিই হল ক্লিভল্যান্ডে ওয়েস্টার্ন রিসার্ভ ইউনিভার্সিটিতে ৯০ মিনিটের তর্কযুদ্ধে ক্রমাগত ট্রাম্প বাইডেনের বক্তব্যে বাধা দিলেন। বাধ্য হয়ে জো বাইডেন বলে উঠেন, উইল ইউ শাট আপ ম্যান? এই ঘটনার পর গর্জে ওঠে মার্কিনি নেটিজেন। তারা বলে এই অসভ্যতা আমেরিকায় আগে হয়নি|

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post