কলকাতার পুজোয় সেরার তালিকায় অবশ্যই থাকে নিউ আলিপুরের সুরুচি সংঘ। কিন্তু এবছর করোনা আবহে পুজোর আড়ম্বর কমছে অনেকটাই। অন্য বছরের মতো মণ্ডপ বা আলোর বাহারে জোর দিচ্ছে না সুরুচি সংঘ। এবারের থিম এবার উৎসব নয়, হোক মানুষের পুজো’। মণ্ডপ গত বছরের মতোই রেখেছেন উদ্যোক্তারা। রঙিন সুতো, কাপড়ের টুকরো আর উল দিয়ে সাজানো হচ্ছে মণ্ডপ। ছোট এক চালার প্রতিমা। একপাশে আরও একটি দূর্গা মূর্তি থাকবে, যিনি কোলে নিয়েছেন অভাগা মানুষকে। কিন্তু এটা থিম নয়, জানালেন ক্লাবের সভাপতি তথা মন্ত্রী অরূপ বিশ্বাস।
শনিবার বারবেলায় উদ্বোধন হল সুরুচি সংঘের থিম সং। অরূপ বিশ্বাস জানালেন, এবারে পুজোর আড়ম্বর কমিয়ে জনসেবামূলক কাজ করা হবে। ক্লাবের সব মেয়েরা দু:স্থ শিশুদের জন্য প্যাকেট তৈরি করছেন। ওই প্যাকেটে থাকছে জামা, প্যান্ট ও মাস্ক। ১০,১৫০টি প্যাকেট তৈরী হচ্ছে। অরূপ বিশ্বাসের বিধানসভা এলাকার ৯টি ওয়ার্ড এবং স্ত্রী জুঁই বিশ্বাসের একটি ওয়ার্ডের শিশুদের বিলি হবে এই পুজো উপহার। অরূপ জানিয়েছেন, এই করোনা আবহে পুজো ধুমধাম করার প্রয়োজন বোধ করিনি। প্রতি বছরের মতো এবার মুখ্যমন্ত্রী পুজো মণ্ডপ উদ্বোধন করতে আসবেন কী? সতর্ক অরূপ এড়িয়ে গেলেন সুচতুরভাবে, তবে জানালেন, খুব ভিড় হওয়া মানেই সংক্রমণ বাড়বে।
Post a Comment
Thank You for your important feedback