এবার করোনায় মৃত্যু হল ড. আনন্দদেব মুখোপাধ্যায়ের। তিনি অত্যন্ত পরিচিত শিক্ষক ছাত্রছাত্রীর কাছে। তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এই সমুদ্রবিজ্ঞানীই ভারতে সমুদ্র ও শিক্ষা নিয়ে বহু গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখে বিখ্যাত ছিলেন। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর করোনা সংক্রমণ ধরা পরে। বেশ কয়েকদিন চিকিৎসকদের চেষ্টার পর বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫। স্ত্রী আগেই প্রয়াত হয়েছিলেন, একমাত্র কন্যা থাকেন আমেরিকায়। তিনি একাই থাকতেন দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটে। সাক্ষরতা অভিযানে আনন্দদেবের বিরাট ভূমিকা ছিল। এই বামপন্থী অধ্যাপক বাম জমানায় রাজ্যের শিক্ষার প্রসারে বহু কাজ করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বহু বিশিষ্টজন।
Post a Comment
Thank You for your important feedback