মণ্ডপে ‘নো-এন্ট্রি’, তাই পুজোয় বাড়তি ট্রেন বাতিল করল মেট্রো

 দুর্গাপুজোর ভিড় সামাল দিতে আগেই বাড়তি ট্রেন চালানোর কথা জানিয়েছিল কলকাতা মেট্রো। সেইমতো জানানো হয়েছিল সময়সূচিও। কিন্তু সোমবার কলকাতা হাইকোর্ট রায় দেয় এবার পুজোয় মণ্ডপে ‘নো এন্ট্রি’ বোর্ড ঝোলাতে হবে। সব পুজো মণ্ডপই হবে কনটেনমেন্ট জোন। ফলে রাতেই সিদ্ধান্ত বদলায় মেট্রো কর্তৃপক্ষ। তাঁরা জানিয়ে দিল মেট্রো চলাচলের বর্তমান সময়সীমাও আর বাড়ানো হবে না। ফলে বাড়তি মেট্রোও চলবে না। সংশ্লিষ্ট মহলের মতে, ভিড়ের সম্ভাবনা না থাকাতেই এই সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্তই মেট্রো চলবে। তবে সপ্তমী থেকে দশমী, সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রেন চলবে ২০ মিনিট অন্তর। শুধুমাত্র জরুরি পরিষেবা দিতেই মেট্রো পরিষেবা দেওয়া হবে। এমনিতেই করোনা আবহে মেট্রো সফরে অনেকটা বদল এসেছে। কিন্তু পুজোর ভিড়ের চাপে কতটা সুরক্ষাবিধি মানা সম্ভব হত সেটা নিয়ে সন্দিহান ছিলেন মেট্রো কর্তারা। এবার হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পর স্বস্তিতে মেট্রো কর্তৃপক্ষ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post