মদ্যপ ছেলের হাতে খুন বৃদ্ধ বাবা

 

 ছেলের হাতেই খুন হলেন বাবা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মফস্বল থানার বেলকুরি গ্রামে। মঙ্গলবার গভীর রাতে বাড়িতে খুন হয়েছেন নীলকান্ত গোপ। অভিযোগ, মদ্যপ অবস্থায় ছেলে গম্ভীর গোপ ওরফে পাপাই ছুরি দিয়ে তাঁর গলায় ও বুকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় রাতেই তাঁকে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, গম্ভীর প্রায়ই মদ খেয়ে বাড়িতে ফিরে অশান্তি করতো এমনকী মাঝেমধ্যেই বাবাকে মারধোর করত। মঙ্গলবার রাতে ফের সে মদ্যপ অবস্থায় বাবাকে মারধোর করে। এবং পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় ছুড়ি দিয়েই আক্রমণ করে বৃদ্ধ বাবাকে। ফলে মৃত্যু হয় নীলকান্ত গোপের। রাতেই মফস্বল থানার পুলিশ অভিযুক্তের খোঁজে বাড়িতে যায়। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্ত ছেলে পালিয়ে যায়। তার খোঁজে রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে পুলিশ অবশেষে ভোরবেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। বুধবার তাঁকে আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post